চলচ্চিত্রের মতো ব্যবসায় নেমেও সফলতা পেলেন চিত্রনায়ক শাকিব খান। চলতি বছর তিনি কসমেটিক্স ও হোমকেয়ার ব্যবসায় নেমেছিলেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির মুকুটে যোগ হল আরেকটি সোনালি পালক। সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে সম্মানজনক গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সার্টিফিকেট অর্জন করেন প্রতিষ্ঠানটি
গত শনিবার (৩০ নভেম্বর) এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাকিব খান জানান, এই সনদ অর্জন কসমেটিকস ও স্কিন কেয়ার সেক্টরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে নেতৃত্বের শীর্ষে পৌঁছে দেয়ার সম্ভাবনা রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য রফতানি অর্ডার পেয়েছেন বলে জানান শাকিব খান।
চিত্রনায়ক শাকিব আরও বলেন, সব ধরণের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনে অনেক স্বল্পসময়ে সম্মানজনক এই সনদটি পেতে সক্ষম হয়েছে রিমার্ক, যা দেশের জন্য বড় মাইলফলক। আমরা যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে রফতানি অর্ডার পেয়েছি। সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে আমাদের পণ্য। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে? এর শুরুটা আমার হাত দিয়ে হলো। আজ আমি খুবই আবেগাপ্লুত।
অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন মামনুন হাসান ইমন, চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান, কোনাল, অভিনেত্রী নাবিলা, সারিকা, দীঘি, পূজা চেরীসহ অনেকে।
গেল ১৫ নভেম্বর শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তির পর তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়েছে দেশ বিদেশের দর্শক। বর্তমানে তিনি ‘বরাবাদ’ সিনেমার শুটিং করছেন। এর শেষ লটের শুটিংয়ে শিগগির মুম্বাই যাবেন শাকিব খান।