ঢাকাThursday , 22 May 2025
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

ঈদে মুক্তি পাবে মানবিক গল্পের নাটক ‘মানুষের মুখোশ’

Link Copied!

ঈদুল আযহাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘মানুষের মুখোশ’। সমাজে মুখোশপরা মানুষের বাস্তবতা, দ্বৈততা ও প্রতারণার গল্পকে কেন্দ্র করে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন বিএস ফিল্মস টীম।

নাটকটি রচনা করেছেন হেলাল উদ্দিন পারভেজ, যিনি একই সঙ্গে নাটকের প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ‘মানুষের মুখোশ’-এ দেখা যাবে এমন কিছু চরিত্র, যারা সমাজে পরিচিত রূপে থাকলেও অন্তরে লুকিয়ে রাখে ভিন্ন সত্তা। এসব দ্বৈত চরিত্র তুলে ধরা হয়েছে সূক্ষ্ম পর্যবেক্ষণ ও বাস্তব জীবনের অনুপ্রেরণায়।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আপন খান, তাসনিম রুপা, ফারহানা জাহান, পারভেজ সুমন, হেলাল উদ্দিন পারভেজ নিজেও, আশা মজিদ রোজি, তানভীর তপু, আরিফ হোসাইন, কবিরাজ হোসেনসহ আরও অনেকে।

ঈদুল আযহা উপলক্ষে নাটকটি শিগগিরই দর্শকের সামনে আসছে। এর ভিন্নধর্মী কনটেন্ট ও সংবেদনশীল উপস্থাপনা হয়তো নাট্যজগতকে নতুন মাত্রায় নিয়ে যাবে।