ঢাকাFriday , 12 September 2025
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

নির্বাচন কমিশনের তথ্য ফাঁস, নেই কোনো সত্যতা

Link Copied!

স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক দল গুলো যখন সমালোচনায়, তখন নতুন রাজনৈতিক দল নিবন্ধনকে ঘিরে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই কয়েকটি দৈনিক পত্রিকায় ৫ দলের নাম প্রকাশিত হওয়ায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও নিবন্ধনপ্রত্যাশী দলের নেতারা।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে আলোচনা হয়। বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কোনো তথ্য না দিলেও, দৈনিক ডেসটিনি, দৈনিক খবরের কাগজ ও দৈনিক রূপালী বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি পত্রিকায় একই শিরোনামে খবর প্রকাশিত হয়। তবে দৈনিক ডেসটিনি পত্র অনলাইন পোর্টালের পোস্টটি ডিলিট করতে দেখা যায়। সেখানে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ৫ দল নিবন্ধন পেতে যাচ্ছে।

এতে ক্ষোভ প্রকাশ করে নিবন্ধনপ্রত্যাশী এক দলের নেতা বলেন, “আমাদের বাদ দিয়ে অন্যদের নাম আগে থেকেই প্রকাশ পেলে স্পষ্ট বোঝা যায় কমিশনের ভেতরে কারও সঙ্গে তাদের যোগাযোগ আছে। এতে নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হলো।”
ইসি সূত্র জানায়, এবার মোট ১৪৩ দল নিবন্ধনের জন্য আবেদন করে। প্রাথমিকভাবে ১২১টি দল বাতিল হয়ে যায়। মাঠপর্যায়ের যাচাই শেষে ২২টি দল টিকে আছে। এর মধ্য থেকে কোন দল চূড়ান্ত নিবন্ধন পাবে, তা কমিশনের সিদ্ধান্তে নির্ধারিত হবে।

এদিকে কমিশন জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রতীক বরাদ্দসংক্রান্ত বিধিমালা এখনও আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার বিদেশ সফরে আছেন। রাজনৈতিক মহল মনে করছে, দেশে ফিরে তিনি এই ঘটনার ব্যাখ্যা দেবেন এবং প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে পদক্ষেপ নেবেন।