সারাদেশে চাঁদাবাজির ও দখলদারিত্বের অভিযোগের চাপের মুখে বিএনপি, তবুও কমছে না চাঁদাবাজি ও দখলদারিত্ব। দিন দিন চাঁদাবাজি ও দখলদারিত্ব যেন এক মহা উৎসবে পরিণত হচ্ছে।
সাম্প্রতি এমনি কিছু চিত্র দেখা যায় রাজধানীর মোহাম্মদপুরে। অনুসন্ধানে পাওয়া যায়, মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল বিভিন্ন চোরাকারবারি, চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে জড়িত।
জানাযায়, গভীর রাতে রুবেল তার দল নিয়ে, রাস্তার পাশে থাকা সরকারি বৈদ্যুতিক তার চুরি করে বিভিন্ন মানুষের কাছে মোটা অংকের টাকা নিয়ে বিক্রি করে দেয়। মানুষ জানাজানি হলে, ভয়ে তার বিষয়ে কেউ কথা বলতে চান না।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, দীর্ঘদিন থেকে মেহেদী হাসান রুবেল, A-1, block-e, Jakir Hossain road Mohammadpur, Dhaka-1207 তে একটি বিল্ডিং এর চারটি ফ্লাট দখল করে আছেন। এবং সেই দখলকৃত বিল্ডিং এর নিচে তার নিজের জন্য একটি পার্টি অফিস খুলেছেন। সন্ধ্যা হলেই, সেখানে চলে আড্ডা আর চাঁদাবাজি ও চোরাকারবারির হিসাব।
রুবেলের গোপন চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ে অনেকে আতংকে দিন কাটাচ্ছেন। ভয়ে কেউ মুখ খুলছেন না। সাহস দেখিয়ে যদি কেউ প্রতিবাদ করেন, তার উপর করা হয় সন্ত্রাসী হামলা।
তথ্যসূত্রে আরো জানা যায়, রুবেলকে তার অপকর্মের জন্য কিছু বললে সে মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবের নাম ভাঙ্গায়। এবং সে প্রকাশ্যে বলে বেড়ায় সাজ্জাদুল মিরাজের সহযোগিতায় এসব করছে।

