ঢাকাSunday , 17 March 2024
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

১৫ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াতের আমির

Link Copied!

প্রায় ১৫ মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান। আজ সোমবার বেলা আড়াইটায় তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে বেরিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১–এর জেল সুপার শাহজাহান আহমেদ।

শফিকুর রহমান ২০২২ সালের ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।

২০১৯ সালে জামায়াতের আমির হন শফিকুর রহমান। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন তিনি।

কাশিমপুর কারাগার-১–এর জেল সুপার শাহাজাহান আহমেদ বলেন, শফিকুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা ছিল। গতকাল রোববার তাঁর জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই করে আজ তাঁকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে স্বজনেরা শফিকুর রহমানকে নিয়ে গেছেন।